ফুরিয়ে আসছে জন্ম নিয়ন্ত্রণে কনডম ব্যবহারের দিন। যারা দৈহিক তিলনে কনডম ব্যবহারে অস্বস্তি অনুভব করেন, তাদের জন্য বিকল্প হিসেবে আসছে গর্ভনিরোধক ইনজেকশন। তবে তা শুধুই পুরুষদের জন্য। স্কটল্যান্ডের পত্রিকা ‘দ্য স্কটিশ সান’ এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পুরুষদের জন্য গর্ভনিরোধক ইনজেকশন প্রস্তুত করেছেন বলে জানিয়েছে ‘দ্য স্কটিশ সান’। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, পার্শ্ব প্রতিক্রিয়াহীন এ ইনজেকশন পদ্ধতি কনডমের চেয়ে অনেক...

